১। GFIADP :গভীর নলকূপ খনন, ভূ-পরিস্থ পানি সংরক্ষণকল্পে খাস মজা খাল পূনঃ খনন, হাইড্রোলিক ষ্ট্রাকচার, পাইপ কালভার্ট নির্মাণ। সেচ দক্ষতা বৃদ্ধির জন্য ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ সেচ নালা নির্মাণ, সেচ যন্ত্রে বিদ্যুতায়ন ও ভাড়ায় ক্ষেত্রায়ন।
2। গভীর ও অগভীর সেচ লাইসেন্স এর আবেদন চলমান রয়েছে। লাইসেন্স ফরম জমা দেওয়ার সাথে উপজেলা সেচ কমিটির হিসাব নম্বরে ২০০/- টাকা এবং লাইসেন্স প্রাপ্তির সময় ১০০০/- হাজার টাকা জমা প্রদার করতে হবে।
৩। বিবিধঃক ) উপজেলার সেচযন্ত্র জরিপ, অনুসন্ধান ও তথ্য সংগ্রহ।
খ) উপজেলা সেচ কমিটির কারিগরি কাজে সহায়তা করা।
গ) প্রকল্পের বরাদ্দকৃত বাজেট অনুসারে প্রশিক্ষণের জন্য কৃষক নির্বাচন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস